E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনায় একজনকে কুপিয়ে হত্যা

২০১৪ জুলাই ২১ ১৫:২৩:৪০
পাবনায় একজনকে কুপিয়ে হত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা সদর উপজেলার শালাইপুর এলাকায় আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় দু’টি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় তারা। রবিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আনোয়ার হোসেন আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পাবনাস্থ স্কয়ার ফার্মার কেমিষ্ট ছিলেন। অপরজন আব্দুল মালেক আতাইকুলা থানার জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, ঘটনার সময় পাবনা শহর থেকে ব্যবসায়িক কাজ শেষে রানা মোটরস মালিকের ছোট ভাই আব্দুল মালেক ও তার কিছুক্ষণ পর স্কয়ারের কেমিষ্ট আনোয়ার হোসেন মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা গয়েশপুরের শালাইপুর গোরস্থানের পাশে ব্রীজের উপর উঠলে দুর্বৃত্তরা রশি টানিয়ে প্রথমে মালেকের এবং পরে আনোয়ার হোসেনের মোটরসাইকেলের গতি রোধ করে। পরে মালেককে পাশের কাঁঠাল বাগানে নিয়ে হাতমুখ বেঁধে গাছের সাথে বেঁধে রাখে এবং আনোয়ার হোসেনকে লিচু বাগানে নিয়ে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে দু’টি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

প্রায় ৩ ঘন্টা পর মালেক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং লিচু বাগানে আনোয়ার হোসেন এর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছিনতাইকারীদের মুল উদ্দেশ্য ছিল মোটরসাইকেল ছিনতাই করা। সম্ভবত আনোয়ার তাদের বাঁধা দেবার চেষ্টা করলে কিংবা কাউকে চিনে ফেলার কারণে তাকে খুন করে ছিনতাইকারীরা। তারপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। জড়িতদের খুঁজে বের করা চেষ্টা চলছে।

(এসএইচ/জেএ/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test