E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শিবচরে স্বামীর লাথির আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক

২০১৪ জুলাই ১৯ ১৮:০২:৫১
শিবচরে স্বামীর লাথির আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক

মাদারীপুর প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর ঝগড়া ঝাটি ও হাতাহাতির এক পর্যায়ে লাথির আঘাতে স্ত্রী রেশমা বেগম মারা যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

গৃহবধুকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করা হয়। এ ঘটনা ঘটে মাদারীপুর শিবচর উপজেলার কতুবপুর ইউনিয়নের হাজী কালু ভাইয়ার কান্দি গ্রামে। ঘটনার পর থেকে স্বামী বাহাদুর চোকদার পালিয়ে গেছে।
এলাকাবাসী ও শিবচর থানা পুলিশ জানায়, কুতুবপুর গ্রামের রশিদ চোকদারের ছেলে বাহাদুর চোকদার ও শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ছাতিয়ানী গ্রামের মৃত আকবর সরদার এর মেয়ে রেশমা বেগম এর সঙ্গে প্রায় ১১ বছর আগে বিয়ে হয়।

ঐ সময় রাজধানীর একটি গার্মেন্টেসে চাকুরি করার সময় প্রথমে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে উভয়ে বিয়ে করেন। তাদের দুটি ছেলে সন্তান হয়। নিহত রেশমার বাবা-মা উভয়ই মারা গেছেন। বর্তমানে তার নিকটাত্মীয় বলতে তেমন কেউ নেই।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে স্বামী স্ত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে নিহতের স্বামী বাহাদুর চোকদার (৪০) স্ত্রী দুই সন্তানের জননী রেশমা বেগমের (৩২) তলপেটে লাথি মারে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। কিন্ত স্বামীর বাড়ির লোকজন পুলিশকে জানায়, সে আত্মহত্যা করেছে।

এ খবর পেয়ে শিবচর থানার উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, কুতুবপুর পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জহিরুল ইসলাম রেশমার মৃত্যুও খবর পেয়ে নিহতের বাড়ি যান।

শিবচর থানার উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, লাশ উদ্ধারের জন্য তার বাড়িতে গেলে লাশটি ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় পাওয়া যায়। লাশের পাশে তাজা রক্তের ছোপ দেখা যায়। এছাড়া নিহত রেশমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়া তার বুকে একটি আঘাতের চিহ্ন দেখা গেছে। তাই নিহত গৃহবধুর লাশের সুরতহাল রিপোট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শিবচর থানার ইনচার্জ মো. শাজাহান মিয়া জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া লাশটি যেখানে রাখা ছিল এবং যেখানে আত্মহত্যা করেছে বলে দেখানো হয়েছে তা নিয়ে অনেক সন্দেহের অবকাশ দেখা দিয়েছে। তাই হত্যা না আত্মহত্যা সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেই কারণে লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর লাশ কাটা ঘরে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।

(এএস/জেএ/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test