'সাংসদ আবদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না'
ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান ওমরাহ পালনে ছিলেন সৌদি আরব। ঠিক তখনই তথা গত ২০ অক্টোবর বোয়ালমারী অডিটোরিয়ামে বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের একাংশ এক বর্ধিত সভায় মিলিত হয়েছিল।
দীর্ঘদিন ধরে সাংসদ আব্দুর রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছিল, সেটা ছিল তারই বহি:প্রকাশ, এমনটি জানিয়েছেন বোয়ালমারী উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে একাংশের ওই বিশেষ বর্ধিত সভায় আব্দুর রহমান হঠাও শপথে মিলিত হন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কাজী সিরাজুল ইসলাম, লিয়াকত শিকদার ও আরিফুর রহমান দোলন।
সেদিনের সেই বর্ধিত সভা সম্পর্কে উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মো. ওবায়দুর রহমান মৃধা বলেন, ফরিদপুর-১ নির্বাচনী এলাকা তথা বোয়ালমারী মধুখালি আলফাডাঙ্গার নির্বাচিত সংসদ সদস্য হলেন মো. আব্দুর রহমান। এখনও সংসদ বহাল; নির্বাচনের তফশীল এখনও ঘোষনা করা হয়নি। এমন একটি মুহুর্তে প্রধানমন্ত্রীকে জানান দিতে মুশা মিয়ার নেতৃত্বে উপজেলা আ’লীগের একাংশ আব্দুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের দ্বার উন্মোচন করতে একত্রে মিলিত হয়েছিলেন। তাদের ওইসব ষড়যন্ত্র কোনো কাজে আসবে না।
বোয়ালমারী পৌর যুবলীগের আহ্বায়ক মো. আহাদুল করিম বলেন, দল বদলকারী ষড়যন্ত্রকারীদের ওই পদক্ষেপ সরকারের উন্নয়ন এবং আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকেই আঘাত করেছে। মুশা মিয়ার ডাকা আ’লীগের এক অংশের বর্ধিত সভায় যারা যোগ দিয়েছিলেন তাদের অনেকেই বোয়ালমারী উপজেলার বাইরে থেকে আসা। যা দলের গঠনতন্ত্র পরিপন্থি। এমনকি উপজেলা আ’লীগের গুরুত্বপূর্ণ পদ-পদবীধারী নেতাকর্মীদের ওই বর্ধিত সভায় যোগ দিতে দাওয়াত পর্যন্ত করা হয়নি। সেখানে নির্বাচনের আগমূহুর্তে কথিত ওই বর্ধিত সভাকে আমি গভীর এক ষড়যন্ত্র বলেই মনে করছি।
বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. দাঊদুজ্জামান ওই বর্ধিত সভা সম্পর্কে বলেন, তাদের ওই আয়োজন শুধু আব্দুর রহমানকেই নয়, সূক্ষ্মভাবে হেয় করা হয়েছে দলীয় প্রধানকেও। নির্বাচনী এলাকার মানুষ বলে থাকেন, স্বাধীনতার ৩৭বছরে যে উন্নয়ন হয়নি, আব্দুর রহমান এমপি হয়ে ১০বছরে তার দ্বিগুন উন্নয়ন করেছেন। গ্রামের মানুষ বলাবলি করেন, আব্দুর রহমান আরেকবার এমপি হলে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে এলাকায় আর রাস্তা ঘাট পাকা করার জন্য খুঁজে পাওয়া যাবে না। এই ১০ বছরে আব্দুর রহমান যে উন্নয়ন দিয়েছেন তা অভাবনীয়। প্রতিপক্ষরাও এমনটি বলতে পারবে না যে, আব্দুর রহমান উন্নয়ন করেন নাই, যা ষড়যন্ত্রকারীরা বলেছেন। এদের সস্পর্কে মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে, কেন এমন ষড়যন্ত্রে মেতে উঠেছেন তারা!
ওই বর্ধিত সভাকে মনোনয়ন প্রত্যাশী চার নেতার অশুভ জোট আখ্যা দিয়ে বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, ষড়যন্ত্রকারীরা অধিকাংশই ডিগবাজির খেলোয়াড়, সুবিধাবাদী। যিনি এদের আহবান করেছেন, তিনি জাতীয় পার্টি হয়ে আওয়ামীলীগে পুনর্বাসিত। অপর একজন প্রাক্তন ছাত্রলীগ নেতা, যিনি তারেক জিয়ার সাথে সখ্যতার কারণে জননেত্রী শেখ হাসিনার চক্ষুশূল। সাবেক সাংসদ কাজী সিরাজ নিজ স্বার্থরক্ষায় জনগনের ভোট বিক্রি করে শেখ হাসিনাকে কটুক্তি করে বিএনপিতে যোগদান করেন। অপরজন বিএনপি ঘরানা থেকে উঠে এসে শত শত কোটি টাকার লুটপাটে অংশ নিয়ে এখন আওয়ামী প্রীতিতে গদগদ। এরা সকলেই যেন একই বৃন্তের কুটিল ফল! এরা আব্দুর রহমানের বিরুদ্ধে নোংরা অবস্থান নিয়ে কার্যত শেখ হাসিনার বিরুদ্ধেই ষড়যন্ত্রে মেতে উঠেছেন! তিনি আরও বলেন, তারা হয়তো ভুলে গেছেন, কাজী সিরাজ দল ত্যাগের পর তাঁর শো-ডাউনে মধুখালী আর আলফাডাঙ্গার জনতা প্রতিশোধ স্পৃহায় ফেটে পড়লেও দলবল নিয়ে বোয়ালমারীর নেতা ঠাঁয় দাড়িয়ে থাকেন! গণভবনে গেলে ওই নেতাকে শেখ হাসিনা কি বলেছিলেন, সেটা তিনি ভুলে গেলেও শেখ হাসিনা কিন্তু ভুলে যাননি! জনগণকে এতদিন যে ধোকা দেয়া হয়েছে, সেদিনের ষড়যন্ত্রের ফল হচ্ছে বিপরীত; উল্টো থলের বিড়াল বের হয়ে যাচ্ছে! ওনারা দীর্ঘদিন নিজেদের মনোনয়ন কল্পিত কনফার্ম করবার মিথ্যা তথ্য দিয়ে কর্মীদের ভুল বুঝিয়ে আব্দুর রহমানের পক্ষের গণজোয়ারকে ভিন্ন খাতে প্রবাহিত করার ব্যর্থ চেষ্টা করেছেন। যখন মনোনয়ন পাচ্ছেন না, বিষয়টি বুঝতে পেরেছেন, তখন সকলে এক জোট হয়ে মাঠে নেমেছেন। ষড়যন্ত্র যতো গভীরই হোক না কেন, নৌকা শেখ হাসিনার হাত দিয়ে মো. আব্দুর রহমানের কাছেই আসবে।
বোয়ালমারী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল মনোনয়ন প্রত্যাশী চার নেতার জোট কিংবা ষড়যন্ত্র সম্পর্কে বলেন, উপজেলা আ’লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা বর্ধিত সভা ডেকেছেন, অথচ আমি সাধারণ সম্পাদক হয়েও কিছু জানি না! বর্ধিত সভা সাধারণ সম্পাদক আহবান করেন, মন্তব্য করে তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের ৬৯ জন সদস্যের মধ্যে ৪০ জনকেই দাওয়াত দেয়া হয়নি। আসলে মনোনয়ন প্রত্যাশীরা বুঝে গেছেন আগামী নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন আব্দুর রহমান। এজন্য তারা আব্দুর রহমানের মনোনয়ন ঠেকাতে এক জোট হয়ে বর্ধিত সভার নামে একটি নাটক মঞ্চস্থ করেছেন। কিন্তু এই জোটে কোন কাজ হবে না। সাংসদ আব্দুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণ ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিবেন।
এছাড়াও বোয়ালমারী উপজেলা আ’লীগের একাংশের ওই বিশেষ বর্ধিত সভায় ফরিদপুর-১ আসনের উন্নয়নের রূপকার মো. আব্দুর রহমানকে নিয়ে ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীরা যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মধুখালী উপজেলা ও পৌর আওয়ামীলীগ। রবিবার বিকেলে মধুখালি উপজেলা আ’লীগের কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভায় প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রিজাউল হক বকু, পৌর আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মির্জা আকতারুজ্জামান খোকন প্রমুখ।
(ওএস/অ/অক্টোবর ২৬, ২০১৮)
পাঠকের মতামত:
- ‘আদালতে দোষী হলেও জনতার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বীর’
- হত্যাচেষ্টা মামলায় সালমান-পলক ৪ দিনের রিমান্ডে
- ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া
- ‘পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ চলছে’
- ‘বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে’
- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে প্রথম মামলা
- প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- যাত্রাভঙ্গ
- সবার আমি ছাত্র
- দাবানলের কারণে আবার পেছালো অস্কার মনোনয়ন
- পেট খালি রাখলেই বিপদ
- ‘বিএনপির সংস্কার কর্মসূচি জাতির মুক্তির সনদ’
- ঘোষণাপত্র জারি হবে ছাত্রদের নেতৃত্বে, উপস্থিত থাকবেন সবাই
- সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
- সাতক্ষীরায় প্রায় ২৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি
- শ্যামনগরে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই
- কুশিয়ারা তীরে তিনদিনের মেলায় ২০ কোটি টাকার মাছ বিক্রি
- কোটচাঁদপুরে কাঠ রিফাইন করা বয়লার বিস্ফোরণে নিহত ২
- সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার আহ্বান
- জামালপুরে জাতীয় কবিতা পরিষদের কমিটি গঠন
- মাগুরায় ইসাডোর শীতবস্ত্র বিতরণ
- রক্ষাকবজ হিসেবে জামায়াত নেতাদের তদবির
- বাগেরহাটে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করলেন ২৫ বিসিএস কর্মকর্তা
- একমাস পর সর্বনিম্ন সংক্রমণ শনাক্ত ভারতে
- বিএনপি-জামায়াত রাজনীতির বিষ
- সুবর্ণচরে চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
- মঞ্চে গিটার বাজাতে বাজাতেই মারা গেলেন পিকলু
- বিজয় দিবসে শ্রীমঙ্গলে সাংবাদিকদের মিলন মেলা
- খাগড়াছড়িতে বাঙ্গালি ছাত্র পরিষদের সড়ক অবরোধ
- মাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর আকুতি
- পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা
- নিউ ইয়র্কে সাকিব আল হাসানের নয়া কৌশলে চাঁদাবাজি
- টিউলিপের বিকল্প খুঁজছে লেবার পার্টি
- পাঠ্যবইয়ে র্যাপার হান্নান ও সেজান
- ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, একদিনে হাসপাতালে ২৪১ জন
- তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে
- সড়কে মৃত্যু: প্রতিদিনের ট্র্যাজেডি এবং রাষ্ট্রের দায়িত্ব
- 'আমি নিশ্চিত, পিতা মুজিব যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারত না'
- আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে বাংলাদেশ
- বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
- ফরিদপুরে পানিতে নিখোঁজ কলেজছাত্র ফাহাদের লাশ উদ্ধার
- নড়াইলে পুলিশের কার্যক্রম শুরু
- গুরুত্বপূর্ণ অবদানে এবার যে ৫ বিশিষ্ট নারী পাচ্ছেন রোকেয়া পদক