E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইজি-বাইক চালক নিহত

২০১৪ জুলাই ১৫ ১৫:০৪:৫৭
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইজি-বাইক চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় ইজিবাইক ও পিক-আপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ইউনুস উকিল (২৫) নামে এক ইজি-বাইক চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক চালক ইউনুস উকিল সদর উপজেলার নিজড়া মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ উকিলের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্যা জানিয়েছেন, সকাল ৭ টার দিকে ইজিবাইকে করে তাবলীগ জামায়াতের কয়েকজন লোককে সদর উপজেলার চন্দ্রদিয়লিয়া মাদ্রাসায় পৌছে গোপালগঞ্জ জেলা সদরে ফেরার পথে ওই স্থানে পৌঁছালে একটি পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজি-বাইক চালক ইউনুস উকিল গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সকাল সাড়ে ১০ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ পিক-আপ ভ্যানটি আটক করেছে। তবে পিক-আপ ভ্যান চালক পালিয়ে যায়।
(এমএইচএম/এএস/জুলাই ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test