E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

২০১৪ জুলাই ১২ ১৬:৩৩:১১
গোপালগঞ্জের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ৩টি বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলার উত্তরপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতের মধ্যে সুফিয়া বেগম (৬৫), ফরহাজুল সিকদার(৫০), হাসিনা বেগম(৫০), বাচ্চু সিকদার(৫০) ও ইদ্রিস শেখ(৪৫) কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার তারাবি নামাজ শেষে রাত ১১ টার দিকে ঐ গ্রামের আর্জেন্টিনার সমর্থক মিজান সিকদার ব্রাজিল সমর্থক ইদ্রিস শেখকে উদ্দেশ্য করে ব্রাজিল নিয়ে কটুক্তি করে নানা মন্তব্য করে। এ নিয়ে দু’জনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে বৃদ্ধ ও মহিলাসহ ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ নিয়ে থানায় আসেনি। বিষযটি নিয়ে স্থানীয়ভাবে মিমংসার উদ্যোগ নেয়া হয়েছে বলে শুনেছি। অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এমএইচএম/এটিআর/জুলাই ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test