E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নরসিংদীতে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

২০১৮ এপ্রিল ১৬ ১৭:৩৬:১৮
নরসিংদীতে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ব্যবসায়ী গোলাপ হোসেনকে ১০ টুকরা করে হত্যার চাঞ্চল্যকর মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নরসিংদী সদর উপজেলার কুড়েরপাড় এলাকার আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, ফিরোজ মিয়া, জিলহজ্ব ওরফে জুহাস, সুন্দর আলী ও আকবর আলী।

এদের মধ্যে মোশারফ হোসেন ও ফিরোজ মিয়া পলাতক। এছাড়া আতাউর রহমান নামের এক আসামি জামিনে থাকাবস্থায় মৃত্যুবরণ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২১ ফেব্রুয়ারি পাঁচদোনা থেকে ওষুধ নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় গোলাপ হোসেন (৩০)। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের ৩ দিন পর পাঁচদোনা ব্রহ্মপুত্র নদীর তীরে এক ব্যক্তির কাটা হাতের একটি অংশ দেখতে পায় স্থানীয়রা। এর পাশে কাদা মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহের কিছু অংশ দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের মাথাসহ ১০টি টুকরা উদ্ধার করে। পরে নিহত গোলাপের বাড়ির লোকজন তার মরদেহ শনাক্ত করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মেহেরপাড়া ইউপি সদস্য মোস্তফা হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট অলিউল্লাহ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় দ্রুত কার্যকর হবে বলে আমরা আশাবাদী।

(ওএস/এসপি/এপ্রিল ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test