E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নদীর ভাঙ্গনে ধসে পড়ল চরচালুয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়

২০১৪ জুলাই ০৭ ২৩:৪৩:৫৮
নদীর ভাঙ্গনে ধসে পড়ল চরচালুয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়

বগুড়া প্রতিনিধি : সারিয়াকান্দির চরচালুয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি যমুনা নদীর ভাঙনে ধসে পড়েছে। যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেলো বিদ্যালয়টি।

এলাকা বন্যায় কবলিত হলে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো ওই দ্বিতল বিদ্যালয়টি। সোমবার বিকেলে নদীগর্ভে বিদ্যালয়টি বিলীন হয়ে যায় বলে জানান স্থানীয়রা।

বিদ্যালয়টি নদীগর্ভে চলে যাওয়ায় সেখানে অধ্যয়নরত প্রায় চার শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন নিয়ে উৎকণ্ঠতায় পড়েছেন তাদের অভিভাবকরা।

উপজেলা প্রকৌশলীর দপ্তর ও স্থানীয়রা জানান, এলজিইডির বাস্তবায়নে ১৮ বছর পূর্বে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবন হিসেবে দ্বিতল পাকা ভবনটি নির্মাণ করা হয়েছিল।

গত ৩ বছর ধরে ভবনটি যমুনার তীরে হুমকির মুখে দাঁড়িয়ে ছিলো।

(ওএস/এস/জুলাই ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test