E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

২০১৭ নভেম্বর ১৬ ১৩:৫৬:৩৮
খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি : পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ ভেঙে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশের প্রতিবাদে ইউপিডিএফ (প্রসীত) সমর্থিতদের ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করে ইউপিডিএফ সমর্থকরা। এছাড়াও জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করা হচ্ছে।

এদিকে অবরোধের ফলে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও জেলার আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন হলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় বাজারের ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

তবে আকস্মিক এ অবরোধে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা। আজ নির্ধারিত পরীক্ষা থাকায় হেঁটে শিক্ষার্থীদের পরীক্ষায় কেন্দ্রে যেতে হয়েছে।

সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দুপুরে খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকায় ইউপিডিএফ‘কে অগণতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত সংগঠন অ্যাখ্যা দিয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। একই সময়ে ইউপিডিএফ (প্রসীত) সমর্থকরা খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ারে লাঠি মিছিল ও সমাবেশ করে তাদের প্রতিহতের ঘোষণা দিয়ে এ সড়ক অবরোধের ডাক দেয়।

(ওএস/এসপি/নভেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test