E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে বাসচাপায় নিহত ৩

২০১৭ সেপ্টেম্বর ২৬ ১৩:২২:৪৬
ফরিদপুরে বাসচাপায় নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভুবকদিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরও ১১ জন।

নিহতরা হলেন- ওয়াজেদ চোকদার (৬৫), রাকিবুল হাসান (২৫) এবং মেহেরুন নেছা (৫৫)। নিহতদের সকলের বাড়ি ডাঙ্গী ইউনিয়নে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভুবকদিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, সকালে বরিশাল থেকে ছেড়ে আসা সোনারতরী পরিবহনের একটি বাস ভুবকদিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চলে যায়। এসময় বাসের চাপায় রাস্তার পাশে থাকা তিন ব্যক্তি নিহত হন।দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজউদ্দিন জানান, বরিশাল থেকে ঢাকাগামী সোনারতরী পরিবহনটি (ঢাকা মেট্রো- ১৪-৬৮১২) ফরিদপুরের ভুবকদিয়া নামক এলাকায় আসলে খাদে চলে যায়।

ওই বাসের যাত্রীরা জানিয়েছেন, চালক মোবাইলে কথা বলছিল। এই কারণেই হয়তো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test