পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টে মো. জাফর (৫০) ও মো. জাহিদুল ইসলাম বাবু (১৭) নামে দুইজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার বেতমোর বিএন হাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জাফর উপজেলার বেতমোর বিএন হাট এলাকার মৃত হাচান আলীর ছেলে ও বাবু পাশের ভান্ডারিয়া উপজেলার হরিনপালা গ্রামের আলমঙ্গীর শরীফের ছেলে।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রের ভাষ্য দিয়ে ওসি জানান, জাফর দুপুরের দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
অপরদিকে মাদরাসাছাত্র বাবু পেয়ারা পাড়তে গাছে ওঠে। পেয়ারা গাছের পাশেই একটি বাঁশের ঝাড় ছিল এবং ওই বাঁশের সঙ্গে বিদ্যুতের সংযোগ ছিল।
বাবু পেয়ারা পাড়তে গিয়ে ওই বাঁশে হাত দিয়ে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনরা তাদের মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
(ওএস/এএস/জুলাই ১৫, ২০১৭)