স্টাফ রিপোর্টার : একাত্তরের মহান মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধা মামা বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামাকে মঙ্গলবার ফুলের শ্রদ্ধায় বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপস্থিত সকলেই এই বীর মুক্তিযোদ্ধার সাহসী ভূমিকার প্রশংসা করেন।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন শহীদুল হক। দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের কাঙ্ক্ষিত বিজয় অর্জনের পরও ঢাকার মিরপুর-মোহাম্মদপুর এলাকায় বিহারিদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়েছিলেন এ গেরিলা কমান্ডার।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সুইডেন প্রবাসী শহীদুল হক মামা দুই যুগেরও বেশি সময় ধরে সুইডেনে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করেন।

সবার কাছে শহীদুল হক মামা হিসেবে পরিচিত এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

বাংলাদেশ সময় গেল শুক্রবার রাত ১২টার দিকে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদুল হক মামা।

(ওএস/এসপি/জুলাই ০৪, ২০১৭)