আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আশুগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা নাসিরউদ্দিন শরিফ (৪৩) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আশুগঞ্জ থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, নাসিরউদ্দিন সকালে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেয়। ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন। লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে। নাসিরউদ্দিন শরিফ থানার দ্বিতীয় কর্মকর্তা ছিলেন বলে জানান ওসি।
(ওএস/এইচআর/জুন ২৪, ২০১৪)