ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির ভিশন-২০৩০ নকল। যাদের চিন্তা-চেতনা বর্তমান সরকারের তুলনায় ১০ বছর পিছিয়ে তারা কিভাবে দেশের উন্নয়ন করবে।

শুক্রবার বিকেলে ফরিদপুরের নিখুরদী এলাকায় কবরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে ২০২১ সালের রুপকল্প ঘোষণা করে সে লক্ষ্য পূরণে কাজ করছেন। আর খালেদা জিয়া ২০৩০ সালে মধ্যম আয়ের দেশে নিতে চান। জনসাধারণের কাছে এটি তামাশায় পরিণত হয়েছে। তাই দেশের মানুষ দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র মেনে নেবে না।

মন্ত্রী আরও বলেন, ২০১৯ সালে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া যদি নতুন কোনো অজুহাত তুলে নির্বাচনে না আসেন তবে তিনি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ভোট দেয়ার আহ্বান জানান মন্ত্রী।

গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

(ওএস/এএস/মে ১২, ২০১৭)