সালথা (ফরিদপুর) প্রতিনিধি :  ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসন ও ফরিদপুর ব্লাস্টের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কনিকা বিশ্বাস (১৪) নামে ৮ম শ্রেণীর এক ছাত্রী।

কনিকা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে নারান চন্দ্র বিশ্বাসের মেয়ে ও সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।

জানা গেছে, পুরুরা গ্রামে নারান চন্দ্র বিশ্বাসের মেয়ে কণিকা বিশ্বাসের বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিলো। সোমবার কণিকার বিয়ে হওয়ার কথা ছিলো। এই বাল্য বিয়ে দেওয়ার খবর পেয়ে রবিবার সকালে ফরিদপুর ব্লাস্টের একটি দল সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানকে অবগত করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে বাল্য বিয়ে বন্ধ করেন। অবশেষে ফরিদপুর ব্লাস্টের সহযোগিতা ও উপজেলা প্রশাসনের উদ্যেগে কণিকা বাল্য বিয়ে থেকে রক্ষা পেল।

(এএনএইচ/এসপি/মে ০৭, ২০১৭)