নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে মহিলাসহ উভয় গ্রুপের কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এসময় উভয় পক্ষের প্রায় ৫০ টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

জানা যায়, উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার রাজ্জাক মাতুব্বর ও পাউচা মাতুব্বরের সমর্থকদের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় গ্রুপই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। নগরকান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে উভয় গ্রুপের মহিলাসহ প্রায় ৩০ ব্যক্তি আহত ও ৫০ টি বাড়ী ঘর ভাংচুর করা হয়েছে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাজমা সুলতানা জানান, আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

(এনএস/এএস/এপ্রিল ২৭, ২০১৭)