সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দু-দলের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব শত্র“তার জেরধরে পার্শ্ববর্তী বলিভদ্রদিয়া গ্রামে দু-দলের মধ্যে সংঘর্ষ হওয়ার কথা ছিলো। এই সংঘর্ষে সমর্থন দিয়া নিয়ে শনিবার রাতে নারানদিয়া গ্রামের আজিজ শরীফের সাথে বর্তমান ইউপি সদস্য রেজাউল শেখের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই সুত্রধরে রবিবার সকালে নারানদিয়া গ্রাম দু-দলের লোকজন দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে একেঅপরের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ২ঘন্টাব্যাপী চলে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এসময় খায়ের শেখ (৫০), ইচাহাক শেখ (৪৫), ইদ্রিস মোল্যা (৩৫), ফিরোজ শেখ (২০), হানিফ শেখ (৬৫) ও রব শেখ (২০) সহ উভয় দলের অন্তত ১০ ব্যাক্তি আহত হয়। এদের মধ্যে খায়ের শেখ ও ইচাহাক শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এলাকা এখন শান্ত রয়েছে।

(এএনএইচ/এসপি/এপ্রিল ০৯, ২০১৭)