সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঐতিহ্যবাহী দিঘার বিলের উপর ব্রীজের দুই পাশে মাটি নেই। জনদুর্ভোগ চরমে। জয়ঝাপ, আগুলদিয়া ও গট্টি গ্রামের মানুষের চলাচলের অন্যতম ব্রীজ এটি।

জানা গেছে, প্রথম আওয়ামী লীগ সরকারের আমলে ঐতিহ্যবাহী দিঘার বিলের ব্রীজ আছে, কিন্তু দুই পাশে মাটি নেই। যান চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। এমনকি পায়ে হেটে চলাচল করতে পারছেন না এলাকাবাসী। ফলে চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করছেন এসব গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও জনসাধারণরা।

উল্লেখিত গ্রামবাসী জানান, এই ব্রীজের দুই পাশে মাটি দেওয়ার জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোন লাভ হয়নি। এই ব্রীজটির দুই পাশে মাটি দিয়ে চলাচল করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

(এএনএইচ/এএস/এপ্রিল ০৭, ২০১৭)