সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ৩টি বসতঘর ভাংচুর করা হয়।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় নবাগত আওয়ামী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মোল্যার সমর্থকদের সাথে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মোটরসাইকেল যোগে ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় জয়নাল মোল্যার সমর্থকরা তাকে ধাওয়া দেয়। এ সময় নুরুল ইসলাম দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে প্রাণে রক্ষা পেলেও তার ভাই মো. মিরান মোল্যাকে হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে নুরুল ইসলামের কয়েক’শ সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনকে ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করে দেয়। পরে উত্তেজিত লোকজন বাবলু চৌধুরীর সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ৩টি বসতঘর ভাংচুর করে। হামলায় গুরুতর আহত মিরান মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আমিনুল হক বলেন, বল্লভদী ইউপি চেয়ারম্যান নরুল ইসলামের ভাইকে মারধর করে প্রতিপক্ষ। এ নিয়ে এলাকায় কিছুটা উত্তেজনা চলছিল। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।

(এবিএইচ/এসপি/মার্চ ২১, ২০১৭)