সালথা (ফরিদপুর) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে ফরিদপুরের সালথা উপজেলাধীন সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এ্যাডুমেন ৪.৩ (স্কুল কলেজ ম্যানেজমেন্ট সফটওয়ার) এর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। বুধবার বিকালে উপজেলা সম্মেলন কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার জ্যেষ্টপুত্র, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু, উপনেতার মেজপুত্র সাজিদ আকবার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যা মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, এডুমেন সফটওয়ার এর কর্মকর্তাবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

বক্তারা এসময় বলেন, বাংলাদেশের সর্ব প্রথম এই উপজেলায় এডুমেন সফটওয়ারের উদ্বোধন করা হলো। উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও মাদ্রাসায় এ সফটওয়ারের কার্যক্রম চালু হয়েছে। সালথা বাংলাদেশের প্রথম উপজেলা।

(এএনএইচ/এএস/মার্চ ০২, ২০১৭)