ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালি উপজেলার মাঝকান্দি বাজারের এক হিন্দু সার ব্যবসায়ীকে আজ শনিবার সকালে 'মালাউন' আখ্যা দিয়ে মারধর করেছেন সদ্য আওয়ামীলীগে যোগ দেওয়া এক বিএনপি নেতা। ওই নেতার নাম বাদশা খান বাচ্চু। তিনি মাঝকান্দি বাস স্ট্যান্ডের লাইন ম্যান ও মধুখালি উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর। আর শারীরিক নির্যাতনের শিকার ওই ব্যবসায়ীর নাম সুব্রত দাস। গত ইউপি নির্বাচনে পক্ষে কাজ না করায় সুব্রত দাসের ওপর ক্ষুব্ধ ছিলেন বাদশা খান বাচ্চু। নির্বাচনে হেরে যাওয়ায় এই ক্ষোভের মাত্রা বেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, শনিবার সকাল ১০ টার দিকে সুব্রত মাঝকান্দি বাজারের একটি সেলুনে চুল কাটাতে যান। এই সময় বাদশা ইচ্ছাকৃত ভাবে সুব্রতকে ধাক্কা দেন। সুব্রত মৃদু প্রতিবাদ করলে বাদশা 'শালার মালাউন' উচ্চারণ করে সুব্রতর গালে সজোরে চড় মারেন। সুব্রত প্রতিবাদে সোচ্চার হলে বাদশা ঘটনাস্থল ত্যাগ করে বাড়ি গিয়ে দুই ভাই আজাদ ও মুরাদ এবং প্রতিবেশী জাকিরকে ডেকে এনে সুব্রতর ওপর চড়াও হয়। উপর্যুপরি চড় থাপ্পড় কিল ঘুষি মেরে সুব্রতকে তারা আহত করতে থাকেন। পরে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে সুব্রতকে রক্ষা করেন। বাদশা ও তার অনুগত বাহিনীর হুমকির মুখে মাধুখালি থানা পুলিশে অভিযোগ করতে পারেননি সুব্রত। এই ঘটনার পর থেকে মাঝকান্দি বাজারের হিন্দু ব্যবসায়ী ও সুব্রতর পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।

(পিএস/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)