নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার এদেশের উন্নয়ন হয়েছে।

তিনি বৃহস্পতিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি নগরকান্দার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আরো বলেন, যতদিন বেঁচে আছি ততদিন নগরকান্দা-সালথার উন্নয়নে কাজ করে যাব। আওয়ামীলীগ এদেশের জনগনের আশা-আকাংখার প্রতিচ্ছবি। তিনি আরো বলেন, আমার একটি ইচ্ছা আছে আর সেটি হলো নগরকান্দায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কর। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার পুত্র উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আয়মন আকবর বাবলু চৌধুরীর।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম, আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখনসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপনেতা নগরকান্দা সদরে জেলা পরিষদ এর অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত অডিটোরিয়াম কাম পার্টি সেন্টার ভবনের উদ্বোধন করেন। এরপরে নগরকান্দার ঐতিহ্যবাহী মহেন্দ্র নারয়ন একাডেমীর উন্নয়ন মূলক কাজ পরিদর্শন শেষে বিদ্যালয়ের নতুন কার্যকরী পর্ষদ এর প্রথম সভায় যোগদান করেন।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)