নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় গত ১০ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চরযোশরদী ইউনিয়ন বাসি  ঢাকা-খুলনা বিশ্বরোডের গজারিয়ার দুর্ঘটনা কবলিত এলাকায় এ শোকসভা, কোরআন তেলওয়াত, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করে।

চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ইজাজুল ইসলাম, নগরকান্দা থানার ওসি (তদন্ত) আমিরউজ্জামান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ হোসাইন বাকী, সমাজ সেবক মোস্তফা মাতুব্বর, আবুল কাশেম মাতুব্বর, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসি।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাতে যাত্রীবাহী বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে গাড়ীতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় ১৩ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

এলাকাবাসি জানান, উক্ত স্থানে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। তাই এলাকাবাসির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ দোয়া মাহফিলে প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহন করেছে। পরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)