গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে সমকালের সাংবাদিক আ: হালিম শিমুলের হত্যায় জড়িত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে গলাচিপা প্রেসক্লাবের সামনে গলাচিপা মফস্বল সাংবাদিক ফোরাম ও গলাচিপা রিপোর্টার্স ক্লাব এর উদ্যেগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে গলাচিপা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও নয়াদিগন্তের সাংবাদিক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সাংবাদিক সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারণ সম্পাদক দৈনিক কালের ছবি সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল, গনতান্ত্রিক মুক্তি আন্দোলন বি এন এফ এর গলাচিপা উপজেলা সভাপতি ও দৈনিক বরিশাল সময়ের জেলা সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, দেশের পত্র পত্রিকার সাংবাদিক আশিক মাহমুদ রুসেল, দৈনিক ভোরের আলোর সাংবাদিক কমল সরকার, আজকের বরিশাল এর সাংবাদিক সহিদুল ইসলাম মোল্লা, মাইটিভির সাংবাদিক হাসান এলাহি, আমাদের অর্থনীতির সাংবাদিক মাসুদ, দৈনিক বর্তমান ও দৈনিক বরিশাল অঞ্চলের সাংবাদিক সঞ্জিব দাস, দৈনিক আজকের সংবাদের সাংবাদিক সাব্বির আহমেদ ইমন, দৈনিক সংবাদ সকালের সাংবাদিক হাফিজ, দৈনিক বাঙ্গালী খবরের সাংবাদিক চয়ন বিশ্বাস, দৈনিক বরিশাল সময় দশমিনার সাংবাদিক মামুন হোসেন শিপন, দৈনিক সত্য সংবাদ সাংবাদিক নাসির উদ্দিন প্যাদা, দৈনিক সংবাদ প্রতিদিন সাংবাদিক নজরুল ইসলাম, দৈনিক সন্ধাবানী সাংবাদিক বাইজিদ সিকদার, মানবাধিকার সংস্থার গলাচিপা উপজেলার সচিব মফিজ উদ্দিন তালুকদার, দৈনিক নবচেতনার সাংবাদিক মোঃ নোমান খান প্রমুখ। এ সময় স্থানীয় লোকজন মানবন্ধনে শরীক হয়।

(এসডি/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)