নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যবাহী এম এন একাডেমীকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত এম এন একাডেমীতে বর্তমানে ২ হাজার ৫ শত ৫০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। এম এন একাডেমীর প্রধান শিক্ষকের অফিস কক্ষে বসে  বিভিন্ন শ্রেণীকক্ষে পাঠদান পরিস্থিতি, টিচার্স রুমে শিক্ষকদের অবস্থান, মুল গেট, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, সাইকেল গ্যারেজ, মিলনায়তন সহ বিভিন্ন রুমে  ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। 

এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া বলেন, এম এন একাডেমী পরিচালনা পরিষদের সুযোগ্য সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর চৌধুরী বাবলুর পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় আমাদের বিদ্যালয়টি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। ফরিদপুর জেলার মধ্যে এম এন একাডেমীই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যার সকল কার্যক্রম ক্লোজ সার্কিট ক্যামেরায় আওতায় ।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)