সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের বিশিষ্ট গজল লেখক ও সাংবাদিক আবু নাসের হুসাইনের পিতা মরহুম আব্দুর রশিদ এর ৪র্থ তম মৃত্যু বার্ষিকী আজ। মরহুমের মাগফেরাত কামনা করে আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন জয়ঝাপ গ্রামে তার নিজ বাড়িতে এক মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. এনায়েত হোসেন।

জানা যায়, ২০১৩ ইং সালের এই দিনে মরহুম আব্দুর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ১৩৫২ বাংলা সালে বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান সাহেবের হাতে হাত দিয়ে তরিকত গ্রহন করেন। তরিকত গ্রহন করার পর থেকে তিনি অগনিত গজল রচনা করেছেন। যা আজও বিশ্ব জাকের মঞ্জিলে পরিবেশিত হয়। এছাড়াও ১৯৫২ ইং সালে তার পিতা মরহুম আশরাফ আলীর নিকট থেকে জয়ঝাপ প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৭২ শতাংশ জমি দান করেন। আপন মুর্শিদের নির্দেশে মৃত্যুর আগ পর্যন্ত তিনি হোমিও প্যাথিক চিকিৎসা দ্বারা দীর্ঘদিন যাবৎ মানুষের সেবা করেছেন।

সাংবাদিক আবু নাসের হুসাইন সকলের কাছে তার পিতার রুহের মাগফেরাত কামনা করেছেন।

(এসএইচএম/এএস/জানুয়ারি ১৭, ২০১৭)