গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল শনিবার দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কায় আবদুর রহমান (৩৬) ও আহসান হাবীব (২৭) নামে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় প্রাইভেট কারের চালক জুয়েল মিয়া (৩০) ও রুহুল কবীর (২৮) নামে আরও দুই জন আহত হয়েছেন।

নিহত আবদুর রহমান গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আজিজর রহমানের ছেলে ও আহসান হাবীব দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আন্দনগ্রামের (সারাইপাড়া) খায়রুল ইসলামের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার (এসআই) আবুল কালাম আজাদ জানান, একটি প্রাইভেট কারে করে আবদুর রহমান ও আহসান হাবীবসহ চারজন ঢাকা থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হয়ে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় যাচ্ছিলেন। শনিবার সকালে প্রাইভেট কারটি গোবিন্দগঞ্জ উপজেলার কাটা মোড়ের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুর রহমান ও আহসান হাবীব নিহত ও চালকসহ দুই জন আহত হন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া মাধ্যামে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






(এসআরডি/এস/ডিসেম্বর২৪,২০১৬)