বিনোদন ডেস্ক : সকাল থেকে রাত পর্যন্ত শ্যুটিং আর পড়াশুনা নিয়ে চরম ব্যস্ত সময় কাটাচ্ছেন মোডল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে এতো কিছুর ফাঁকেও সময় পেলেই ফুটবল বিশ্বকাপ দেখতে ভুলবেন না। আর সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত আসবে কয়েকটি ম্যাচ দেখার পর। যদিও গতবার তিনি জার্মানিকে সমর্থন করেছেন, কিন্তু এবার খুঁজছেন নতুন কোনো দলকে। যারা কিনা খেলবেন সভ্য ও নান্দনিক ফুটবল।

স্পর্শিয়া বলেন, ‘আমি কখনই ফুটবল বিশ্বকাপে আগে থেকে নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করি না। প্রথমে খুব মনোযোগ দিয়ে খেলা দেখি। তারপর নির্ধারণ করি কোন দলকে সমর্থন করব। ঠিক সেই পদ্ধতিতেই গতবার বিশ্বকাপে সমর্থন করেছিলাম জার্মানিকে। তবে এবার এখনও সমর্থনের বিষয়টি ঠিক করে উঠতে পারিনি। ভাবছি, খেলা শুরু হলে কয়েক দিন দেখবো, তারপর সমর্থন করব।’

অমিতাভ রেজার নির্দেশনায় ‘প্যারাসুট' নারিকেল তেলের বিজ্ঞাপনে মডেল হলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন মডেল স্পর্শিয়া। এই বিজ্ঞাপনে তার কণ্ঠে ‘বন্ধু তিন দিন’ সংলাপটি বেশ জনপ্রিয়তা পায় সে সময়।

সম্প্রতি আহমেদ ইউসুফ সাবেরের পরিচালনায় শাহজাদী মেহেদীর নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়ে মেহেদীতে হাত রাঙিয়েছেন তিনি। নতুন এ বিজ্ঞাপনের শ্যুটিং শেষ হয়েছে গত সপ্তাহে। রোজার মধ্যে এই বিজ্ঞাপনটি অনইয়ার হবে। স্পর্শিয়া অভিনীত মেগা সিরিয়ালের মধ্যে চ্যানেল আইতে চলছে ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’, এনটিভিতে চলছে ‘ইচ্ছে ঘুড়ি’, বিটিভিতে চলছে ‘উজান নায়ের নাইয়্যা’।

এছাড়াও এবারের রোজার ঈদ উপলেক্ষে বেশ কয়েকটি বিশেষ নাটকের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

(ওএস/এএস/জুন ১৪, ২০১৪)