বিনোদন ডেস্ক : ‘স্মাইল ট্রেন’ নামের একটি আন্তর্জাতিক দাতব্য সংগঠনের তহবিল সংগ্রহের জন্যে সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। সাবেক এই বিশ্বসুন্দরীর সঙ্গে ছিল তার স্বামী অভিষেক বচ্চন, একমাত্র কন্যা আরাধ্য, শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা।

সংবাদ মাধ্যমগুলো জানায়, তাদের সম্মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের স্ত্রী একটি ডিনার পার্টির আয়োজন করে। যদিও সেই পার্টিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে অংশগ্রহন করতে পারেননি।

অবশ্য পরবর্তীতে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে একান্তে সাক্ষাত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেই সাক্ষাতে ঐশ্বরিয়া দম্পতির সঙ্গে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ঐশ্বরিয়া তার পরবর্তী চলচ্চিত্র ‘জজবাহ’ নিয়েও ক্যামেরনের সঙ্গে আলোচনা করেন। আর ঐশ্বরিয়ার কথার উত্তরে ক্যামেরন ‘জজবাহ’ চলচ্চিত্রটির চিত্রধারণের জন্য তাদের লন্ডনে আহ্বান জানান।

(ওএস/অ/জুন ১৩, ২০১৪)