বিনোদন ডেস্ক : গান শুধু মনের খোরাক নয়, রোগেরও প্রতিষেধক! হাল আমলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারের গান এমনই এক অভাবনীয় অঘটন ঘটিয়ে দিয়েছে।

কানাডিয়ান এই সংগীত তারকার বিশ্বজয়ী ‘বেবি’ শিরোনামের গানটি সুস্থ করে তুলেছে এক মরণাপন্ন শিশুকে। খবর ইন্ডিয়ান এক্সপেসের।

এই গান-পাগল শিশুর নাম থিও। তার বয়স মাত্র ১৪ মাস। কিন্তু এর মধ্যেই তার শরীরে বাসা বেঁধেছিল এক অজানা অসুখ। যার আগ্রাসনে অরুচি ও ক্ষুধামন্দাসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিল সে। থিও’র বাবা-মা ডাক্তারদের সাথে যোগাযোগ করলে তারা জানান, ঠিকমত পুষ্টি সরবরাহ করতে পারলেই সুস্থ হয়ে ওঠবে সে।

কিন্তু হাজার চেষ্টার পরেও খাবার গ্রহণ ব্যর্থ হওয়ায় দিনের পর দিন থিও’র অবস্থার অবনতি ঘটছিল। এমন সময় আশার আলো হয়ে আবির্ভূত হয় জাস্টিন বিবারের ‘বেবি’ গানটি।

থিও’র বাবা জানিয়েছেন, এই গানটি শুনলেই তার খাওয়ার আগ্রহ বেড়ে যায়। এমনকি খাবার পুরো সময়জুড়ে গানটি গুনগুনিয়ে গায় সে। এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠছে থিও।

(ওএস/এস/জুন ১২, ২০১৪)