স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার সকাল ১০টা ২০মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান রাষ্ট্রপ্রতি।

রাষ্ট্রপতি হামিদ আগামী ১৪ থেকে ১৫ জুন পর্যন্ত বলিভিয়ার সান্তাক্রুজ দ্য লা সিয়েরায় অনুষ্ঠেয় 'জি-৭৭ ও চীন স্মারক শীর্ষ সম্মেলনে' যোগ দেবেন। ১৩ জুন রাষ্ট্রপতি বলিভিয়ার বাণিজ্যিক রাজ্য সান্তাক্রুজে পৌঁছাবেন এবং পরের দিন তিনি জি-৭৭ গ্রুপের দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত জি-৭৭ হচ্ছে জাতিসংঘের অধীনস্থ উন্নয়নশীল দেশগুলোর বৃহত্তম আন্তঃসরকার সংগঠন। এর সদস্য সংখ্যা ১৩৩। বাংলাদেশ এ গ্রুপের সদস্য দেশ।বলিভিয়া বর্তমানে জি-৭৭ গ্রুপের সভাপতি দেশ এবং এই সংগঠন এ বছর ৫০তম বার্ষিকী পালন করছে। খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং পৃথিবী রক্ষার টেকসই উপায় উদ্ভাবন এ সম্মেলনের এজেন্ডা।

শীর্ষ সম্মেলনের পর রাষ্ট্রপতি বলিভিয়া ত্যাগ করবেন এবং আগামী ১৬ জুন নিউইয়র্ক পৌঁছাবেন। যুক্তরাষ্ট্র সফরকালে রাষ্ট্রপতি হামিদ নিউ ইয়র্কে জাতিসংঘ সচিবালয় পরিদর্শন করবেন এবং আগামী ১৯ জুন জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে বৈঠক করবেন।

২২ জুন সন্ধ্যায় দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

(ওএস/এটিআর/জুন ১২, ২০১৪)