টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কাগমারায় র‌্যাবের অভিযানে নিতহের দুই জঙ্গির মধ্যে এক জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে নিহত জঙ্গি আহসান হাবীব শুভ (২৪) এর লাশ পরিবারের পক্ষ থেকে তার বাবা আলতাফ হোসেন গ্রহন করেন। শুভ নওগার রায়নাগড় উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ হোসেন এর ছেলে।

নিহতের বাবা আলতাফ হোসেন জানান, তার ছেলে গত বছরের জুন মাস থেকে নিখোঁজ ছিল। অনেক চেষ্টা করেও তার কোন খোঁজ পাননি। সর্বশেষ অনেক চেষ্টার পর তার ফোন নাম্বার ব্যবস্থা করে যোগাযোগের চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন। যদি আমার ফোন ধরতো তাহলে কোন জঙ্গি আমার ছেলেকে আটকে রাখতে পারতোনা আমি ফিরিয়ে নিয়ে যেতাম।

টাঙ্গাইল মডেল থানা ওসি নাজমুল হক ভুইয়া জানান, আমাদের কাছে পরিবারের লোকজন আসলে হাসপাতাল হিমাগারে লাশ রাখা আছে বলে জানালে, হস্তান্তর কপিতে স্বাক্ষর করে লাশ বুঝে নেন নিহত আহসান হাবীবের বাবা।

(এমএনইউ/এএস/অক্টোবর ১২, ২০১৬)