স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তান ফ্লাইওভার টোলপ্লাজার পাশে বুধবার সকালে যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয় যুবক ও নারী নিহত হয়েছেন।

টোলপ্লাজার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী আলী আজগর জানান, সকাল সোয়া ৯টায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় পিছন থেকে শ্রাবণ পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে ১০টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র শাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

(এইচআর/এপ্রিল ০৯, ২০১৪)