নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শুভকরদী এলাকায় খালে গোসল করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শুভকরদী এলাকার কিতাবউদ্দিনের ছেলে মো. মাসুদ (৩৩), সেন্টু ঘোষের স্ত্রী কৃষ্ণা রাণী ঘোষ (৩০) ও তার চার বছরের মেয়ে শান্তি রাণী ঘোষ।

স্থানীয়রা জানান, বন্দরের শুভকরদী এলাকার ধলেশ্বরী নদীর একটি শাখা খালের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুতের লাইন রয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাতের ঘটনায় একটি তার ছিঁড়ে ওই খালের ওপর পড়ে। দুপুরে গোসল করতে গিয়ে তারে জড়িয়ে ওই তিনজনের মৃত্যু হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা জানিয়েছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৬)