সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক আলোচনা সভা আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন।

সালথা কলেজের আয়োজনে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডী. এম বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক-উজ্জামান ফকির মিয়া, কলেজের ভাইস-প্রিন্সিপাল মোঃ আব্দুল্লাহ মাছরুর খান (সবুজ), প্রভাষক খন্দকার হেদায়েতুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন চৌধুরী ইকবাল আলী ছিদ্দিকী ফিরোজ মিয়া। সভা পরিচালনা করেন, প্রভাষক মোঃ কামরুজ্জামান খান জাহিদ।

উক্ত সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ইসলাম কখনো জঙ্গিবাদ প্রশ্রয় দেয় না। ইসলামের নামে কুৎসা রটিয়ে নাশকতা চলবে না। শিক্ষার্থীরা লেখা-পড়ার প্রতি মনযোগি হয়ে আগামী দিনে দেশের উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখবে বলে আশা করি।

(এএনএইচ/এএস/আগস্ট ২৭, ২০১৬)