আখাউড়া বন্দরে মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতীয় ব্যবসায়িদের ডাকা ধর্মঘটের কারণে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
আখাউড়া স্থলবন্দর ব্যবসায়িরা জানান, নির্ধারিত স্থানের বাইরে ট্রাক পার্কিং করলে কমপক্ষে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ জারি করেছে ত্রিপুরার ট্রাফিক পুলিশ। কিন্তু স্থান স্বল্পতার কারণে প্রায়ই ট্রাক নির্ধারিত স্থানের বাইরে পার্ক করতে হয়। এ অবস্থায় জরিমানা দিতে গিয়ে লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়িদের।
এনিয়ে রবিবার রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে ভারতীয় ব্যবসায়িরা। কিন্তু বৈঠকে বিষয়টির কোন সুরাহা হয়নি। ফলে ব্যবসায়িরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। ওই বৈঠকে ব্যবসায়িরা বাংলাদেশি ট্রাক থেকে সরাসরি ভারতীয় ট্রাকে পণ্য তোলার দাবি জানান।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্কিং জটিলতার কারণে ভারতীয় ব্যবসায়িরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন।
(ওএস/জেএ/জুন ১০, ২০১৪)