নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজেদুর রহমান মামলা সংক্রান্ত কোন রোগীর মেডিক্যাল রিপোর্ট (এমসি) পুলিশকে দেবেন না বলে এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

মঙ্গলবার মেডিকেল রিপোর্ট আটকে রাখার বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য থানার ওসি তদন্ত আব্দুর রহমান ও সকল সাব-ইন্সপেক্টর হাসপাতালে গেলে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজেদুর রহমান মেডিকেল রিপোর্ট আটকে রাখার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে পুরো হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। মেডিক্যাল রিপোর্ট নিতে হলে পুলিশকে কোর্টের আদেশ দেখাতে হবে বলে স্বাস্থ্য কর্মকর্তা বলে বসেন। এমন বক্তব্যের বৈধতা থানা পুলিশ চ্যালেঞ্জ করলে ডা. মাজেদুর রহমান উত্তেজিত হয়ে বলেন, “আমি আমার ক্ষমতাবলে মেডিক্যাল রিপোর্ট দিবনা। পুলিশ কি করবে সেটা দেখা যাবে”।

আপনাদের ক্ষমতা আপনারা দেখাবেন বলে ওসি তদন্ত আব্দুর রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বলে থানার অফিসার ইনচার্জ সিকদার মোঃ মশিউর রহমান এই প্রতিবেদককে জানান। এক পর্যায় উত্তেজনাপূর্ণ অবস্থায় হাসপাতাল ত্যাগ করে পুলিশ কর্মকর্তারা। বর্তমানে ধামইরহাটে হাসপাতাল কর্তৃপক্ষ ও থানা পুলিশের মাঝে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
থানার ওসি (তদন্ত) আ. রহমান বলেন, থানা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাজেদুর রহমান ইতোপূর্বে পুলিশের সঙ্গে এমন আচরণ করায় দীর্ঘদিন তিনি চাকরিতে সানপেনশনে ছিলেন।

মঙ্গলবার বিকেলে ওই স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাজেদুর রহমানের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

(বিএম/এএস/মে ৩১, ২০১৬)