বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে শহীদ মিনার নির্মাণ প্রকল্পের আর্থিক অনিয়মের অভিযোগে উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) স্বপন কুমার ব্রক্ষমকে (৪৫)গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকালে তাকে খুলনা মহানগরের বয়রা এলাকা দিয়ে গ্রেফতার করে দুদক। তাকে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পিআইও স্বপন ফরিদপুর জেলা সদর উপজলার বাসিন্দা।

দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন বিকালে এই প্রতিবেদককে বলেন, ২০১১-১২ অর্থ বছরে জেলার রামপাল উপজেলার ৬ নং হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘীরপাড়ে নতুন শহীদ মিনার নির্মাণ করতে প্রকল্প গ্রহন করা হয়। ওই প্রকল্পে হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদারকে সভাপতি করে অন্য ইউপি সদস্যদের সদস্য রেখে একটি কমিটি গঠন করে ৪ লাখ ৯১ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ওই কাজের তদারকিতে ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা স্বপন। তিনি ওই কমিটির সদস্যদের নিয়ে যোগসাজসে শহীদ মিনার নির্মানে বরাদ্দের চেয়ে আরও প্রায় ৯০ হাজার টাকা বেশি খরচ করে শহীদ মিনার নির্মাণ করেন।

দুদক ঘটনা জানতে পেরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি) দিয়ে নিরপেক্ষ পরিমাপ করে তার অনিয়ম চিহ্নিত করে। ওই শহীদ মিনার নির্মানে যে অতিরিক্ত খরচ করা হয়েছে সে অনুয়ায়ী মানের দিক দিয়ে ভাল হয়নি। এই ঘটনায় ২০১৪ সালের ৭ আগস্ট উপজেলা বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান আসামী করে মোট ১২ জনের বিরুদ্ধে রামপাল থানায় ৪০৯/১০৯ দন্ডবিধি এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের নির্দেশে ওই কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(একে/এএস/এপ্রিল ২১, ২০১৬)