আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কারাগারে নারীবন্দিদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কারা পুলিশ নারীবন্দিদেরকে রুটিন করে ধর্ষণ করছে। এমন অভিযোগ এনেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফ্রিডম ফর টর্চার।

সোমবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি দাবি করেছে, মেডিক্যাল রিপোর্ট থেকে প্রমাণিত হয়েছে ৩৪ জন নারীবন্দি ধর্ষণের শিকার হয়েছেন। সরকারবিরোধী রাজনীতি করার শাস্তি হিসেবে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে।

কারাগারে পুলিশের নির্যাতনের শিকার ১৮ থেকে ৬২ বছর বয়সী এসব নারীরা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন।

তবে কঙ্গো সরকারের মুখপাত্র ল্যামবার্ট মেন্ডে বিবিসিকে জানিয়েছেন, কারাগারে ধর্ষণের বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি আরো বলেন, কোন জেলে এ ধরনের ঘটনা ঘটছে তা উল্লেখ করতে পারেনি সংগঠনটি। অভিযোগ প্রমাণে যথেষ্ট তথ্য-প্রমাণও হাজির করতে পারেনি তারা।

ফ্রিডম ফ্রম টর্চার দাবি করেছে, ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় একজন নারীকে বন্দি করা হয় এবং জেলের ভেতর তাকে ধর্ষণ করে পুলিশ সদস্যরা।

এ ছাড়া অন্য নারীদেরকেও সরকারবিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বিভিন্ন অজুহাতে গ্রেফতার করা হয়েছে। তারাও জেলের ভেতর নির্যাতনের শিকার হচ্ছেন।

(ওএস/এস/জুন ০২, ২০১৪)