আন্তর্জাতিক ডেস্ক : গণতন্ত্রের দাবিতে হংকংয়ে বিক্ষোভ করেছেন সেখানকার প্রায় দুই হাজার মানুষ। তিয়ানআনমেন স্কোয়ার গণহত্যার ২৫ বছর পূর্তি উপলক্ষে তারা এ বিক্ষোভ করেন।

‘গণতন্ত্র দাও’, ‘একদলীয় শাসন দূর হ’- এরকম স্লোগান দিয়ে হংকং সরকারের সদর দফতরের দিকে ধাবিত হন বিক্ষোভকারীরা। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী।

বিক্ষোভকারীদের হাতে একটি বিশাল ব্যানার দেখা যায়, যাতে ১৯৮৯ সালের ৪ জুন তিয়ানআনমেন গণহত্যার বর্ণনা লেখা ছিল। উল্লেখ্য, ৪ জুন তিয়ানআনমেন স্কোয়ার গণহত্যার ২৫ বছর পূর্তি। ওই দিন গণতন্ত্রের দাবিতে সমবেত হওয়া বিক্ষোভকারীদের ওপর চীনা পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলে অসংখ্য মানুষ নিহত ও আহত হন।

হংকংয়ে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা রাজবন্দিদের মুক্তি চান এবং নোবেল জয়ী লিউ জিয়াওবোর মুক্তি দাবি করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা চীনের একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে স্লোগান দেন। একজন বিক্ষোভকারীর উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, বিশ্বজুড়ে গণতন্ত্রের মূল্য স্বীকৃত।

(ওএস/এস/জুন ০২, ২০১৪)