আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে করার পর দাম্পত্য জীবনে কেটেছে ২৫টি বছর। এর পর জানলো তারা দু’জন ভাই-বোন!

সৌদি আরবের এক আদালত সম্প্রতি আলোচিত এক বিবাহ বিচ্ছেদ মামলায় রায় দিয়েছেন। ওই রায়ের পর এক সৌদি দম্পতির দীর্ঘ বিবাহিত জীবনের অবসান ঘটল।

শনিবার সৌদি গেজেটের বরাত দিয়ে স্থানীয় আল আরাবিয়া পত্রিকা জানায়, ওই দম্পতির বিয়ে হয়েছিল গত ২৫ বছর আগে। তাদের সাত ছেলে-মেয়েও আছে। তবে ছোটবেলায় তারা একই মায়ের দুধ পান করেছিলেন এ তথ্য প্রকাশ হওয়ার পর তারা বিবাহ বিচ্ছেদের মামলা করেন।

গত তিন মাস ধরে এই মামলাটি ঝুলে থাকার পর স্থানীয় এক আদালত তাদের বিবাহ বিচ্ছেদের নির্দেশ দেন। আদালত সৌদির গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আশেখের পরামর্শে এ রায় দেন বলে জানা গেছে। প্রসঙ্গত, ইসলাম ধর্মে দুধমাতাকে নিজের মা এবং ওই দুধ মাতার সন্তুান-সন্ততিকে নিজের ভাইবোন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

পাশাপাশি দুধ মাতার ছেলেমেয়েদের বিয়ে করাও ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। এ কারণেই সৌদি আদালত এ রায় দিয়েছেন।

(ওএস/এটিআর/জুন ০২, ২০১৪)