গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্যাট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কাস্টমস এক্রাইজ ও ভ্যাট বিভাগ গোপালগঞ্জের সহকারী কমিশনার মোঃ আমীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কাস্টমস এক্রাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর অফিসের যুগ্ম-কমিশনার অরুন কুমার বিশ্বাস।

সেমিনারে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, ওসি মোঃ আব্দুল লতিফ, কাস্টমস এক্রাইজ ও ভ্যাট বিভাগ ফরিদপুর অফিসের ডেপুটি কমিশনার মোঃ লুৎফুল কবির, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

(এমএইচএম/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)