নিউজ ডেস্ক : ভাষা ও শিল্প-সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৫ জন লেখক ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৫’র জন্য মনোনীত হয়েছেন। বুধবার রাজধানীর হাতিরপুলের নাহার প্লাজায় নিজ কার্যালয় থেকে এ মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।

এ বছর পুরস্কার পেলেন- প্রবন্ধে কামাল লোহানী (মুক্তি-সংগ্রামে স্বাধীনবাংলা বেতার), কথাসাহিত্যে- সুমন্ত আসলাম (হয়তো কেউ এসেছিল), কবিতা- তুষার কবির (তিয়াসার তৃণলিপি) শিশু-সাহিত্যে- অদ্বৈত মারুত (ভূত খেলে কুতকুত) ও বিশেষ তরুণ পাণ্ডুলিপিতে লিটন মহন্ত (দ্রোপদীর ছায়াপাপ)। গবেষণায় মানসম্মত পাণ্ডুলিপি না পাওয়ায় এ বিভাগে কোনো পুরস্কার দেওয়া হয়নি।

দেশ পাণ্ডুলিপি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে দেশ পাবলিকেশন্সের পক্ষে অচিন্ত্য চয়ন জানান, দেশ ভিন্ন ধারার একটি প্রকাশনা সংস্থা। ‘চেতনায় ঐতিহ্য’ এ শ্লোগানকে ধারণ করে পথ চলা শুরু করেছে ২০০৮ সালে।

বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা কাজ করে যাচ্ছেন তাদের উৎসাহিত করার লক্ষ্যেই প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য গত বছরের অক্টোবরে এ পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান করা হলে দেশ দপ্তরে জমা পরে তিন শতাধিক পাণ্ডুলিপি। এর মধ্য থেকে জুরিবোর্ডের মাধ্যমে ২০টি পাণ্ডুলিপি নির্বাচন এবং পাঁচজনকে শ্রেষ্ঠ হিসাবে মনোনীত করা হয়।

আগামী মার্চে আনুষ্ঠানিকভাবে দুই বছরের মনোনীতদের পুরস্কার প্রদান করা হবে। গত বছর ও এবারের মনোনীত বইগুলো একুশে গ্রন্থমেলায় ৪০৭-৪০৮ নং স্টলে পাওয়া যাবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)