আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে শীতের প্রকোপ ও শৈত্য প্রবাহে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই বয়স্ক বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার এ খবর প্রকাশ করেছে।

এদিকে দেশটির ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিস জানায়, গত দু’দিন ধরে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এদের মধ্যে শীতের প্রকোপে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি।

রাজধানী তাইপেসহ নিউ-তাইপে, পিংটাং শহরে শীতের প্রকোপ বেশি। এসব স্থানে বয়স্ক নাগরিকদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির সাধারণ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। তবে জানুয়ারি মাসে তা ১৪ থেকে ১৯ ডিগ্রিতে ওঠানামা করে।

(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০১৬)