আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের নিহত প্রাইভেটকার চালক আবুল কালামের মা সাফিয়া বেগম ও পৃথক ঘটনায় একই গ্রামের পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ ফারুক মল্লিককে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে আগৈলঝাড়া শাখায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধান কার্যালয়ের ৯০হাজার টাকার অনুদানের চেক তাদের হাতে প্রদান করা হয়েছে।

এসময় উপজেলার রাংতা গ্রামের বাসিন্দা ঢাকায় নিহত আবুল কালামের মা সাফিয়া বেগমকে ৫৫ হাজা টাকা ও পেট্রোল বোমায় অগ্নি দগ্ধ আহত একই গ্রামের ফারুক মল্লিককে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ আগৈলঝাড়া শাখা ব্যবস্থাপক মো.আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফারুক ভুইয়া, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মেলেন্দু বাড়ৈ, ব্যাংক কর্মকর্তা আবু তাহের মৃধা।

উল্লেখ্য ২০১৫ সালে ৯ জানুয়ারি রাতে রাজধানীর মগবাজারে অবরোধকারী দুর্বৃত্তের ছোঁড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন প্রাইভেটকার চালক আবুল কালাম। চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ১৫ জানুয়ারি তিনি মারা যায়। অপর দিকে একই বছর ২৩ জানুয়ারী রাতে ঢাকায় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন চলন্ত গাড়ির যাত্রি ফারুক মল্লিক।

(টিবি/এএস/জানুয়ারি ১৮, ২০১৬)