লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগড়িয়া গ্রামে পাওয়ার ট্রলি চাপায় মোহাম্মদ মোস্তফা মিয়া (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় খাগড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে দিঘলী ইউনিয়নের খাগড়িয়া গ্রামে বাসিন্দা। 

স্থানীয় চন্দ্রগঞ্জ থানার উপ পরির্দশক (এসআই) পুষ্প বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মোস্তফা বাড়ির থেকে হেঁটে পাশের দোকানে যাওয়া পথে খাগাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি মাটি বহনকারী পাওয়ার ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে টলি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

(এমআরএস/এএস/জানুয়ারি ১২, ২০১৬)