রাজবড়ী প্রতিনিধি :ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা সাময়িক বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রবিবার সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।

পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) জিল্লুর রহমান জানান, কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় ওই নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।


(ওএস/এস/জানুয়ারি১০,২০১৫)