চট্টগ্রাম প্রতিনিধি : প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটজাত ব্যাগ বাধ্যতামূলক করায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ধর্মঘটের ডাক দিয়েছে। এ কারণে চট্টগ্রাম থেকে সার সরবরাহ ও বিক্রি বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দর থেকে সার খালাসের কাজও বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে সার ডিলাররা এই ধর্মঘট শুরু করেন।

সার ব্যবসায়ীরা জানান, প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটজাত ব্যাগ বাধ্যতামূলক করায় এই ধর্মঘট ডাকা হয়েছে। চট্টগ্রাম ফার্টিলাইজার এসোসিয়েশনের সহসভাপতি মো. নাসির উদ্দিন বলেন, পাটের ব্যাগ ব্যবহার বাধ্য করতে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের জরিমানাও করা হয়েছে। কিন্তু বাজারে চলে যাওয়া সারের বস্তা পরিবর্তন করা অসম্ভব। এই অবস্থায় আজ থেকে দেশের বিভিন্ন সার কারখানা থেকে ডিলাররা সার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাগ ব্যবহার নিয়ে সৃষ্ট সংকটের সুরাহা না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামসহ সারা দেশে সারজাত পণ্য বিক্রি, বহন ও বন্দর থেকে সার খালাসের কাজ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, সার একটি কেমিক্যাল পণ্য, এটি পাটের বস্তায় বহন করলে অতিরিক্ত ক্ষারের কারণে বস্তা নষ্ট হয়ে যাবে, আর এতে সার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবেন। সরকারি প্রতিষ্ঠান থেকে প্লাস্টিকের বস্তায় সার সরবরাহ করা হচ্ছে, অথচ এর জন্য জরিমানা দিতে হচ্ছে ডিলারদের। সরকার পাটের বস্তায় সরবরাহ করলে আমারাও তা পরিবহন করব।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৫)