আর্ন্তজাতিক ডেস্ক :সৌদি আরবের মিনায় পদদলিতের ঘটনায় নিহতদের প্রকাশের উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আজ শনিবার  রাতে ৮২ জনের ছবি প্রকাশ করা হবে । পর্যায়ক্রমে বাকিদের ছবিও প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে, নিহত ৮২ জনের মধ্যে কোনো বাংলাদেশি হাজি থাকলে শনিবার রাতেই তাদের ছবি প্রকাশ করবে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (হজ) মো. আসাদুজ্জামান জানান, পদদলিতের ঘটনায় নিহতদের মধ্যে ৮২ জনের ছবি সৌদি কর্তৃপক্ষ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ দূতাবাসের মেডিকেল টিম ছবিগুলো সংগ্রহ করতে সংশ্লিষ্ট দফতরে গেছে।

তবে এই ৮২ জনের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানাতে অপরাগত প্রকাশ করে তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই ছবিগুলো প্রকাশ করা হবে।


(ওএস/এসসি/সেপ্টেম্বর২৬,২০১৫