বরিশাল প্রতিনিধি : ঢাকায় বসবাসরত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার এসএসসি, এইচএসসি, জেএসসি ও পিইসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৬ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। ঢাকাস্থ গৌরনদী ও আগৈলঝাড়া সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু।

সোমবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, রবিবার বিকালে ঢাকাস্থ নোভো টাওয়ারের এ.স্কাই.ভিউ রেস্টুরেন্টের হলরুমে ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম.এ. মালেক। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ এম. জহির উদ্দিন স্বপন, নোভো কার্গো সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন সিসিডিবির নির্বাহী পরিচালক জয়ন্ত অধিকারী, মতলেবুর রহমান ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ আকছানুল আলম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. আতাউর রহমান, জেলা জজ কিরণ শংকর হালদার, বরিশাল জেলা সমিতি সহসভাপতি আবু বক্কর ছিদ্দিক সোহেল, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক নুর ইসলাম খান অসি প্রমুখ।

(ওএস/পিবি/জুলাই ০৬,২০১৫)