আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এ ব্যপারে মৃতার স্বামী ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল প্রধানের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার রজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের কালিপদ বালার স্ত্রী আলো রানী বালা (৪৫)কে গতকাল বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। হাসপতালে জরুরী বিভাগের চিকিৎসক শিল্পী সমদ্দার আলোকে ভর্তি করান। তিনি জানান, আলো রানীকে চিকিৎসা দেওয়ার সময় তার মনে হয়েছে সে বিষপান করেছে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আলোমতির মৃত্যু হয়েছে।

এদিকে মৃত আলোর স্বমী কালিপদ বলেন, তার স্ত্রী হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। অন্যদিকে হাসপাতালের প্রধান স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সেলিম মিয়া বলেন, হাসপাতালে আনার পুর্বেই আলোর মৃত্যু হয়েছে।

হাসপাতালের ভর্তি রেজিষ্ট্রারে আলো রানীর ভর্তির কারণ হিসেবে “পয়জনিং” লেখা রয়েছে।

পুলিশের এসআই নজরুল ইসলাম জানায়, লাশের সুরথহাল রিপোর্ট শেষে লাশ পোষ্ট মর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছ

(টিবি/এসসি/জুলাই০২,২০১৫)